সোমবার, আগস্ট ১৮, ২০২৫

পটিয়ায় দূর্নীতি প্রতিরোধ কমিটির ‘সততা সংঘের’ কার্যক্রম শুরু।

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় দুর্নীতি দমন কমিশন এর সহযোগি সংস্হা দূর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক কর্তৃক বিভিন্ন কর্মসুচির আওতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে “সততা সংঘ” গঠন কার্যক্রম হাতে নিয়েছে। দুর্নীতি মুক্ত প্রজন্ম সৃষ্টির লক্ষে, তারা অাজ পৌর সদরের পটিয়া শাহ্-আমির উচ্চ বিদ্যালয় ও খলিলুর রহমান উচ্চ বালিকা বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

সভায় উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মাইনুদ্দিন মজুমদার ও পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য-সচিব ড.সংঘপ্রিয় মহাথেরো। শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএমএকে জাহাংগীর, খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিক প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন , দুর্নীতি করবো না-দুর্নীতি মানবো না-দুর্নীতি সইবো না। এ প্রত্যয়ে দেশ গড়ার লক্ষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত