পটিয়ায় ডেঙু প্রতিরোধ জন সচেতনতা মুলক কর্মসুচি পালিত

পটিয়ায় ডেঙু প্রতিরোধ জন সচেতনতা মুলক কর্মসুচি পালিত

কাউছার আলম, পটিয়াঃ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পটিয়ায় র‌্যালির আয়োজন করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা প্রাঙন থেকে র‌্যালিটি শুরু হয়ে হাসপাতাল গেইট ঘুরে উপজেলা হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পটিয়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ র‌্যালির নেতৃত্ব দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান।

এসময় দেশে মহামারি আকার ধারণ করা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে র‌্যালিতে অংশ নেন,উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সহকারী কমিশনার( ভূমি) সাব্বির রহমান সানি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় তালুকদার, পটিয়া থানা তদন্ত কর্মকর্তা জব্বারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ , পৌরসভা, ফায়ার সার্ভিস, বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনতা এ সচেতনতামূলক র‍্যালি ও কার্যক্রমে অংশ নেন। এসময় নির্দেশনা দেয়া হয়
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” র‍্যালি শেষে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্হানে ও বিভিন্ন এলাকায় ক্যামিকেল স্প্র্রে ও ব্লিচিং পাউডার ছিটিয়ে এবং ঝাড়ুদিয়ে অভিযান কার্যক্রম শুরু করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তাহাবিবুল হাসান বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যাই করি না কেন কিছুই কাজে আসবে না, যদি সবাই সচেতন না হই। সেজন্য সচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মহামারি আকার ধারণ করা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। এ ছাড়াও পৌর সভার প্রতিটি ওয়াড ও প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রত্যন্ত ওয়াডে ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়।

সচেতনতা বাড়াতে পটিয়া উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে চট্টগ্রাম উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ডেঙ্গু ও ও চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন সচেতনতামূলক নানান কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। আজকের র‌্যালীটি এ কর্মসূচিরই একটি অংশ। তবে এটি শুধু প্রশাসন নয় বরং সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

সহকারী কমিশনার ভূমি সাব্বির রহমান সানি বলেন, আমাদের সচেতনতার অভাব আছে। গণসচেতনতা বাড়াতে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here