পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের আলহাজ্ব আহমদুর রহমান ভবনে ভোট গ্রহন শুরু হয়। মোট প্রার্থী ০৯ জন এবং ভোটার ১৪৮৮ জন
নির্বাচন শেষে সন্ধায় ফল ঘোষণা করা হয়। নির্বচিত অভিভাবক প্রতিনিধিগন হলেন ১. ফরিদ আহমদ ২. আলী হোসেন ৩. খোরশেদ গনি ৪. আবু তৈয়ব
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দী মজুমদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্বচ্ছ, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে তিনি আনন্দিত। সবার একান্ত প্রচেষ্টায় এমন সুন্দর নির্বাচন করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি সবার নিকট কৃতজ্ঞতা জানায়।
সরেজমিন দেখা যায়, ভোটকেন্দ্রে প্রবেশের সময় সব প্রার্থীর সমর্থকরা ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ ছাড়া তারা প্রার্থীর নামে স্লোগান দিতে থাকেন। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ মোতায়েন করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।