পটিয়ায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার ২

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার পৌরসভা ছাত্রদল সভাপতি আবদুল বারেক ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মামলায় অভিযুক্ত দুই জনকে আটকের খবর পাওয়া গেছে।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, একজন পথচারীকে মারধর ও ছিনতাইয়ের মামলায় আজ রবিবার বিশেষ অভিযানে দুই জনকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন পৌরসভার ৫ নং ওয়াডের কামাল উদ্দিনের ছেলে মিঠু (১৮) ও ৭ নং ওয়াডের বাহুলী এলাকার সুকুমার মল্লিকের ছেলে পুলক মল্লিক (৩৩)। তবে এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামী পৌরসভা ছাত্রদল সভাপতি আবদুল বারেক, মানিক ও শিবলুকে হন্য হয়ে খুঁজছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গত ২৪ অক্টোবর এহসানুল করিম নামের একজন লোক তার নিজ বাড়ি মহেশখালী হতে গাড়িতে উঠে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝ পথে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকায় নামেন বেলাল নামের তার এক বন্ধুর সাথে দেখা করতে। সাক্ষাৎ শেষে আবারো চট্টগ্রামের দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় থাকলে প্রতিমধ্যে কিছু বুঝে উঠার আগে পাঁচ জন লোক তাকে জোর করে সিএনজিতে তোলে নিয়ে যায় পটিয়া কলেজের নির্জন মাঠে। এসময় এহসানুল করিমকে বেধড়ক মারধর করেন এক পর্যায়ে তাকে বাধ্য করা হয় তার পরিবার পরিজনদের কাছ হতে বিকাশে একলক্ষ টাকা চাঁদা পাঠাতে। এমনকি নিজের বিকাশ পারসোনাল নাম্বার টি ও দেন আবদুল বারেক। এ অবস্থায় তাদের প্রহার আর সহ্য করতে না পেরে এহসানুল করিম তার ছোট ভাই হেফাজুল ইসলামকে বিষয়টি মোবাইলে জানালে সে ভাইকে বাঁচানোর জন্য ১৫ হাজার টাকা তাৎক্ষণিক বিকাশে পাঠালে সজথে সাথে আবদুল বারেক ক্যাশ আউট করে ৫০০ টাকা এহসানুল করিমকে হাতে ধরিয়ে দিয়ে রাত বারোটার দিকে শহরমুখী একটি মাইক্রোবাসে তুলে দিয়ে তারা দ্রুত সটকে পরেন। এসময় এহসানুল কৌশলে পটিয়া থানার মোড়ে নেমে সরাসরি থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
সেই সূত্র ধরেই আজ বিশেষ অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। বাকি তিন জন কে আটক করার জন্য পুলিশ তৎপর রয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, পৌরসভার ছাত্রদল সভাপতি সহ তার সহযোগীরা মিলে একজন পথচারীকে মারধর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আজ দুই জন কে আটক করা হয়েছে। বাকি তিন জনকে আটক করার জন্য আমাদের স্পেশাল টিম কাজ করছে। আশা করি অচিরেই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here