পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের আল্লাই ওখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাহাঙ্গীর আলমের কলোনিতে এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বানিগ্রাম এলাকার নুর মিস্ত্রির পুত্র আলমগীর(৩২)সহ তিন জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পটিয়ায় গতকাল মঙ্গলবার ধর্ষণের শিকার গার্মেন্টস শ্রমিক বাদী হয়ে মামলা দায়ের করেন।
ধর্ষক আলমগীরের বিরুদ্ধে একাধিক নারী নির্যাতন ধষণের অভিযোগ অনেক আগ থেকে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কিছুদিন আগেও আলমগীর এই ধরণের ঘটনায় পুলিশের হাতে আটক হয়।
অভিযোগ সূত্রে জানা যায় , পটিয়া বিসিক শিল্প নগরীর কারখানায় কর্মরত বান্দরবান জেলার নাইক্ষনছড়ী এলাকার কিশোরী মেয়ে। উপজেলার কচুয়াই এলাকাতে ভাড়া বাসায় থাকতেন। আসামি আলমগীরের পরিচালনাধিন নিহা কুলিং কর্ণারে মোবাইলের টাকা লোড করতে গেলে আসামি আলমগীরের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে প্রেমের প্রস্তাব দেন, প্রস্তাব প্রত্যাখান করা হলে, প্রেমের পর বিয়ে করার আশ্বাস দেন। কিশোরী ধর্ষক আলমগীরের কথামত বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সর্ম্পক গড়ে তোলে।