পটিয়ায় খালেদা জিয়ার মুক্তির দাবীতে লিফলেট বিতরণ
পটিয়া প্রতিনিধিঃ
দক্ষিণ জেলা বিএনপি সহ-সভাপতি ও পটিয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া ঈদের দ্বিতীয় দিন ১৩ আগষ্ট তার নিজ গ্রাম ছনহরায় বাসভবনের সামনের মাঠে ঈদপুর্ণমিলনী মেজবান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের নেতা কর্মী সমর্থকদের মাঝে লিফলেট বিতরণ করেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নাছির উদ্দীন,ছনহরা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশিদ দৌলতি,জাফর আহমেদ ফারুকী,দিদারুল আলম সিকদার,জাফর আহমেদ চৌধুরী, সেলিম মাষ্টার, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আবদুল করিম মেম্বার, জাগির মেম্বার, পটিয়া উপজেলা ছাএদলের সভাপতি এস.এম. সুমন,আবদুর রহিম,এমএ রুবেল,জায়দুল হক মেম্বার প্রমুখ।
এসময় ইদ্রিস মিয়া বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন কোন বিকল্প নেই। রাজপথে সকল কে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে, আর বসে থাকার সময় নেই। সময় এসেছে দূর্বার গতিতে অান্দোলনে এগিয়ে যাবার। তিনি এসময় পটিয়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার অাহবান জানান।