পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় আগুনে ৬টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
পটিয়া ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় সামশুল আলম সওদাগরের বাড়িতে আজ রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুন লেগে ৬ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এসময় স্হানীয় লোকজনের কাছে তাত্ক্ষণিক ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগের নাম্বার না থাকার ফলে ক্ষয়ক্ষতির পরিমান বেড়ে গেছে বলে জানান স্হানীয়রা।
সকাল সাতটার দিকে খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও রাজাখালি লামার বাজারের ফায়ার সার্ভিসের যৌথ দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলেন মোঃ সেলিম, বদিউল আলম, মোঃ বাবুল, আব্দুল আলিম, শাহ আলম ও মোঃ রফিক। তারা এখন খোলা আকাশের নীচে অবস্থান
করছেন।
এ ব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, আজ সকাল সাতটার দিকে খবর পেয়ে পটিয়া ও রাজাখালি লামার বাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট যৌথ কাজ করে পৌনে একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে।
এসময় আগুনে ৫টি কাঁচা ঘর ও ১টি সেমিপাকা ঘর পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক সাত লাখ টাকার মতো