সোমবার, আগস্ট ১৮, ২০২৫

পটিয়ায় অদুল-অনিতা ট্রাষ্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট:

সুবর্ণ দীপ্ত দাশ, পটিয়া:
অদুল-অনিতা ট্রাষ্টের পক্ষ থেকে পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত আবদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্টিত হয়। খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী তে উপস্হিত ছিলেন পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাজীব দাশ (রাজু), সনাতন বিদ্যার্থী সংসদ পটিয়া শাখার যুগ্ন সাধারণ সম্পাদক প্রান্ত নন্দী, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পটিয়া উপজেলা শাখার আহব্বায়ক হৃদয় চক্রবর্তী, সিনিয়র সদস্য অন্তুু দাশ।

ইতমধ্যে কয়েকটি এলাকায় তাদের ত্রাণ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে এবং তারা আরো বলেন সমগ্র পটিয়া উপজেলায় অসহায় নিম্নবিত্ত সকল হিন্দুদের সাথে অদুল-অনিতা ট্রাষ্ট সবসময় পাশে থাকবে এবং সনাতনী ছাত্র ও যুব সমাজ এই মহত কার্যে যোগদান করার জন্য আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত