পটিয়ার প্রতিটি বিদ্যালয়ের প্রাঙনকে ফুলে ফুলে মনোমুগ্ধকর করা হবে।

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে পটিয়ার প্রতিটি বিদ্যালয়ঙ্গন কে ফুলে ফুলে শোভিত করার কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।

গত সোমবার পটিয়া পৌর সদরের ১নং ওয়ার্ডের আল্লাই ওখাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহম্মদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ কায়সার, প্রধান শিক্ষক ফাতেমা রোকসানা প্রমুখ।

এসময় ইউএনও হাবিুবল হাসান বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ফুলে ফুলে শোভিত করার ডাক দিয়েছেন। স্বল্পতম সময়ের মধ্যে পটিয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠানকে আঙ্গিনা ও ছাদকে বৃক্ষরোপন ও পরিচর্যার মাধ্যমে ফুলে ফুলে শোভিত করা হবে। যার সৌরভ ছড়িয়ে পড়বে শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের মাঝে। এতে তারা কে ত্যাগের মানসিকতায় স্বাস্থ্য সম্মত পরিবেশে শিক্ষা অর্জন করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here