পটিয়ার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২৪ শে ডিসেম্বর পটিয়ার আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজ সকাল ১০টা থেকে ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর শেষ হয় ১২টায়।

সরজমিনে দেখা যায় সকাল থেকেই অনেক দূর-দূরান্ত থেকে নিজের প্রিয় সন্তানদের নিয়ে অভিভাবকরা বিদ্যালয়ের সম্মুখে উপস্থিত হতে শুরু করে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই ছাত্রীরা হলে ঢুকে যায়।
এবং অবিভাবকরা বাহিরে অপেক্ষা করতে থাকে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, স্কুলে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ২ হাজার ২৬২ জন পরীক্ষার্থী। এবং ভর্তির সুযোগ পাবে ১৮০ জন ছাত্রী।

আগামীকাল ২৫ তারিখ ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here