বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

পটিয়ায় জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন মুগ্ধ ফুটবল দল

আপডেট:

সায়েম মাহমুদ,
পটিয়ায় জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্টিত হয়ে গেল ৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। জুলাই’২৪ উদযাপন পরিষদের উদ্যোগে গত ৫ আগস্ট মঙ্গলবার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ মুগ্ধ ফুটবল দল। ফাইনাল খেলায় গোল শূন্য ড্র হলে সরাসরি ট্রাইবেকারে ২-১ গোলে তারা শহীদ রায়হান ফুটবল দলকে পরাজিত করে তারা। টুর্ণামেন্টে সেরা গোলদাতা হয় মো. এরফান। টুর্ণামেন্টে মোট ৬টি টিম অংশ নেন। খেলা পরিচালনা করেন সাবেক কৃতি ফুটবলার সেলিম উদ্দীন।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ এবং জামায়াত ইসলামী মনোনীত পটিয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফরিদুল আলম। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গাজী মুহাম্মদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মাষ্টার সেলিম উদ্দীন, উপদেষ্টা রাশেদুল ইসলাম। উদযাপন পরিষদের আহবায়ক আমিনুল ইসলাম রায়হানের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল হোসেনের সঞ্চালয় এতে আরো অতিথি ছিলেন লিয়াকত আলী, শাহীন আলম, ছাত্রনেতা আবুল হাছনাত মো. জোবাইর, মোহাম্মদ লোকমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, ৩৬ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ। এ আন্দোলন সফল হয়েছিল দেড় হাজারের বেশি ছাত্র জনতার শাহাদাত ও ৩০ হাজারের বেশি মানুষের আহত পুঙ্গুত্ব বরনের মধ্য দিয়ে। শহীদদের নামে টিম গঠন করে এ ধরনের আয়োজন আরো বেশি বেশি প্রসার করা দরকার। নতুন বাংলাদেশ বিনির্মানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্তরা যে পথ দেখিয়ে গেছে সেটি যাতে বিনির্মান করতে পারি সেজন্য মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ ও দেশ গঠন করতে হবে। আর সেটি করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তরুণ ও যুব সমাজ ঐক্যব্যদ্ধ হলে সেটি বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত