চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
“গাছ লাগিয়ে বেশি বেশি, পরিবেশ টাকে সুস্থ রাখি” এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর চট্টগ্রাম চলন্তিকা শাখার উদ্যোগে পটিয়ায় আয়োজিত হয়েছে মাসব্যাপী ”বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ইং”।
গত পহেলা আগস্ট ২৩ইং থেকে শুরু করা মাসব্যাপী সম্পন্ন এই কর্মসূচির আওতায় পটিয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সংগঠন এর পক্ষ হতে পাঁচ শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরন ও রোপন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় উৎসাহী করে তুলতে এবং জলবায়ু পরিবর্তন রোধে মূখ্য ভুমিকা রাখার নিমিত্তে এই সংগঠন হতে আসর পর্যায়ে “গ্রীণ বাংলাদেশ চ্যালেঞ্জ” নামক বৃক্ষরোপণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাতে প্রত্যেক অংশগ্রহণ কারীকেই প্রদান করা হয় শুভেচ্ছা উপহার৷
উক্ত সংগঠনের চট্টগ্রাম চলন্তিকা শাখা পরিচালক গাজী আনিস মোক্তার এ বিষয়ে বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ পৃথিবীর পরিবেশকে শীতল রাখে। গৃহ নির্মাণ ও আসবাবপত্র, ওষুধসহ আরও অনেক কিছুই আমরা মহান সৃষ্টিকর্তার দান বৃক্ষ থেকে পাই। পরিবেশ দূষণ প্রতিরোধে অবশ্যই বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করতে হবে। পৃথিবীর সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি-এর যোগানদাতা হলো বৃক্ষ। এক একটি গাছ হলো, একটি অক্সিজেন ট্যাংক। তাই বেশি বেশি করে বৃক্ষরোপন করতে হবে।
আমাদের শিশু ও কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে বৃক্ষরোপণ এর কার্যকরী ও উপকারী দিকগুলো। একবিংশ শতাব্দীর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মূখ্য ভূমিকা রাখতে এমনতর কর্মসূচির বাস্তবায়ন তাদের মন ও মননকে করবে পরিবেশ ও জলবায়ু নিয়ে আরো অধিক সচেতন।