নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইলিশ ধরার ধুম

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থেমে নেই ইলিশ নিধন। প্রশাসনের চোখ ফাঁকি দিতে সন্ধ্যা নামতেই শুরু হয় ইলিশ ধরার ধুম। মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের জাজিরা, মুন্সিগঞ্জের লৌহজং, ঢাকার দোহার, ফরিদপুরের সদরপুরসহ পদ্মার বিভিন্ন পয়েন্টে প্রতিদিন জালে আটকা পড়ছে অসংখ্য ইলিশ।

প্রজনন মৌসুমে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও থেমে নেই মা ইলিশ নিধন। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ শিকার করছেন জেলেরা।

সন্ধ্যার পর থকে ভোররাত পর্যন্ত পদ্মার বিভিন্ন অংশে চলে ইলিশ নিধন যজ্ঞ। প্রশাসনের চোখ এড়াতে তা বিক্রি হয় নদীর চরের কাশবনে রেখেই। কখনো আবার নদীর তীরে ট্রলার থেকে বিক্রি হয় মাছ।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বকচর, কালিরচর, বাংলাবাজার শাখা নদীর তীর, সরদারকান্দি, শিলইসহ ৮টি স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মা ইলিশ বিক্রির হাট। জনবলের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিয়মিত চলছে অভিযান, দাবি প্রশাসনের।

মা ইলিশ রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান সাধারণ মানুষের।

©Independent Television LTD.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here