নিষেধাজ্ঞাকে অমান্য করে চট্টগ্রাম নগরীতে আবারও বিলবোর্ড

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষায় সব ধরনের বিলবোর্ড নিষিদ্ধ করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম নাছির উদ্দিন। নগর পিতা হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি।
কিন্তু মেয়রের সে নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্পোরেশনের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজেশে বিলবোর্ড বসানো অব্যাহত রেখেছে বিভিন্ন কোম্পানি।

গত রোজার ঈদের আগে বিভিন্ন বিপনী বিতানের সামনে মূল রাস্তার মাঝখানে ফেস্টুন আকারে বিলবোর্ড বসানোর জন্য সামলোচিত হয়েছিলো চসিক। একই চিত্র দেখা গেছে নগরীর কাজীর দেউড়ির মোড় আউটার স্টেডিয়ামে।

খাদ্যপণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান ‘পিউরিয়া’ কোম্পানির বিভিন্ন পণ্য প্রদর্শন করতে মাঠের কোণায় বাসের ফ্রেমে বড় আকারের একটি বিলবোর্ড বসালেও তার কথা জানেন না কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

বিলবোর্ড বসানোর বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর বিভাগের কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী ট্রেনিং এ আছে বলে জানান।
চসিকের চিফ রেভিনিউ অফিসার মফিজুল আলম বলেন, নগরীতে যে কোনো ধরনের বিলবোর্ড বসানো নিষিদ্ধ।

পিউরিয়া কোম্পানি কিভাবে বিলবোর্ড বসিয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি সার্কেল কর্মকর্তার সাথে কথা বলছি।
বিষয়টি জানার জন্য পিউরিয়া কোম্পানির পরিচালক মো. ইকবাল উদ্দিনের মোবাইলে ফোন করা হলে ফোন রিসিভ করেন নি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here