মহিউদ্দীন মনজুর, আনোয়ারা
আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপে বেগম নিলুফার কায়সারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিলের মধ্যমে বর্তমান পরিস্থিতির কারণে সীমিত পরিসরে মৃত্যুবাষির্কীর আয়োজন করা হয়।
গত ৬ এপ্রিল সোমবার বীর চট্টলার অবিসংবাদিত নেতা মরহুম আতাউর রহমান খান কায়সারের সহধর্মিণী,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মহীয়সী নারী বেগম নিলুফার কায়সারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউপি সদস্য আজিজুল হক আজিজের আয়োজনে এক খতমে কোরান ও দোয়া মাহফিল তৈলারদ্বীপ বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বারখাইন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আজিজুল হক।
এসময় উপস্থিত ছিলেন আবু তৈয়ব মোহাম্মদ রাসেল,জসিম উদ্দিন, এম. নাজিম উদ্দীন ছোটনসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।