রবিউল হোসেন, চট্টগ্রামঃ
“আসুন নিজে সচেতন হই,অন্যদের সচেতন করি” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক সুনিশ্চিত করতে সামাজিক সংগঠন জ্ঞানের মশালের ৩য় বর্ষের ১ম কার্যক্রমের অংশ হিসেবে ফুটওভার ব্রীজে (হাসপাতাল গেইট ও ইপিজেড মোড়ে) সচেতনামূলক ফেস্টুন লাগিয়েছে সংগঠনের সকল সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি আজাদ হোসেন রাসেল ও সাঃসম্পাদক ইফতেকার হোসেন জিসানের নেতৃত্বে সদস্যবৃন্দ সচেতনতামূলক ফেস্টুনগুলো হাসপাতাল গেইট ওভারব্রিজ এবং সিইপিজেডস্থ ফ্রিপোর্ট ওভারব্রিজে স্থাপন করে।
সামাজিক এই কাজ কে সর্বস্তরের মাঝে ছড়িয়ে দিতে তারা সকলের সহায়তা কামনা করেছেন।