নিজস্ব প্রতিবেদক:
বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়াস্থ বাবুলের মাঠের শেষ প্রান্ত থেকে পাঁচটি একনলা বন্দুক, পাঁচটি কার্তুজ ও দুইটি ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রুহুল আমিন (২১), মোঃ জাবেদ প্রকাশ ভাইনে জাবেদ (৩১), মোঃ আব্দুল কাদের সুজন (২৯), মোঃ তুহিন প্রকাশ তুফান (২৮), রায়হান আহম্মেদ রনি (২০)।
শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, গ্রেপ্তারকৃতরা ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধার ও ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।