রবিবার, আগস্ট ১৭, ২০২৫

দূর্বার তারুণ্য এর উদ্যেগে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরণ

আপডেট:

নিজস্ব সংবাদদাতা,

চট্টগ্রাম হতে তৈরী সমগ্র বাংলাদেশে স্বনামধন্য সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য। সংগঠনটি মূলত সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও গরীবদের সাহয্যার্থে পরিচালিত। একের পর এক প্রজেক্ট, যোদ্ধা প্রোগ্রাম, জেলা কমিটি দিয়েই দূর্বার গতিতে চলছে সংগঠনটি।

বিজ্ঞাপন

গত ৮’ই জানুয়ারি নানা প্রতিকূলতার মাঝে চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় শীতের রাতে গরম খাবার (পর্ব-০১) এই শ্লোগানে গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ১ম বারের মতো চট্টগ্রাম নগরীর নিউমার্কেট রেলস্টেশন ও তার আশেপাশের এলাকায় খাদ্য বিতরণ করা হয়।

উদ্ভোদনী বক্তব্যে মুহাম্মদ আবু আবিদ বলেন, “আমরা রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে প্রজেক্টটি শুরু করেছি ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে চট্টগ্রামসহ পুরো বাংলাদেশে প্রজেক্টটি বাস্তবায়নে কাজ করে যাব।”

বিজ্ঞাপন

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল, সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক রবিউল হাসান,দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ হৃদয়।এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক চিরনজিৎ বড়ুয়া, সহ-সভাপতি কামরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মারুপ আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ কাইফ উদ্দিন, উপ আইসিটি বিষয়ক সম্পাদক এ.আর. তাইমুন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, চট্টগ্রাম রেলস্টেশনের কিছু সুবিধাবঞ্চিত গরীব অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দূর্বার তারুণ্য সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষী, দাতা এবং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শেখ আরিফ উল্লাহ চৌধুরী এবং সেই ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি দোয়া চেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত