💖তোমার খোঁজে💖
মো:- জিহান উদ্দীন
দিন যায়, আসে রাত,কিয়া বাত! তবুও মিলেনা, অজস্র উদ্দীপনার পরেও তোমার খোঁজ,
অপেক্ষার শেষ প্রহরে, আবেগ ঝরে, তারপরেও থাকি বসে, আমার মতো করে, আমি রোজ।
মাস যায়, আসে বছর, করেছি সময়, অনেক কছর, তবুও নাহি দেখা যায়, তোমার নান্দনিক অস্তিত্ব,
আকুল হয়েছি,আরো ব্যাকুল, সবকিছু করে নির্মুল, তবুও ছোঁয়া যায়নি, নাহি গেছে ধরা তোমার গতিত্ব।
কে তুমি? জানি আমি , থাকো কোথায়? অজানা এক নিরালায়, কেনো পাচ্ছি না একটু খানি,
ডাকি তোমায়, ডাকি তোমায়, আরো ডাকি বারবার, আছে যত মোর বলয়, আরো আছে যতখানি।
স্বপ্নযোগে, কল্পনার তীব্র বেগে, যাচ্ছি চলে তোমার খোজে,দিব পাড়ি কঠিন বলে,
মানবনা হার, আসে যায় কার, নিরাকার তুমি, অদৃশ্য তুমি, তবুও আমার সামনে চলে।
ততদিন তোমায় করব তালাশ, যে যাহাই জালাস, যতদিন না পায় তোমার তালাশ,
পাবো একদিন,পাবো একদিন, মনে করে, এই দিন নয় আছে আরো দিন হালকে মেজাযে।