নিজস্ব সংবাদদাতা,
১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় জিয়ার মরণোত্তর বিচার এবং ২১শে আগস্টের মাস্টারমাইন্ড তারেক জিয়াকে দেশে এনে দন্ড কার্যকরের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতা কর্মীরা।
শনিবার(২৭ আগস্ট) বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোহাম্মদ আবু তৈয়বের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিল ও সমাবেশে উত্তরের বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। কেন্দ্রীয় যুবলীগের মাসব্যাপী কর্মসূচীর আওতায় এই মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন মোহাম্মদ আবু তৈয়ব।
চট্টগ্রাম রেল স্টেশন চত্ত্বর থেকে শুরু হওয়া এই মিছিল নগরীর আলকরণ মোড় হয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের দোস্তবিন্ডিংস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলোত্তর এক সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ৭৫ এর ঘটনায় বিপথগামী সেনাসদস্য ও রাজনৈতিক নেতাদের সাথে বিদেশী প্রভুদের হয়ে মূল সমন্বয়টা করেছে মেজর জিয়াই। আর সেই হত্যার পুরো বেনিফিশিয়ারিও জিয়া। একই কায়দায় পিতার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে তারই ছেলে তারেক জিয়া ২১ আগস্টের ঘৃণ্য গ্রেনেড হামলা করেছিলো। এই দুই ঘটনা একই সূত্রে গাঁথা এর উদ্দেশ্যও এক। আর সেটা হলো বঙ্গবন্ধুর আদর্শিক ভাবনাকে ধ্বংস করে দেয়া।
তিনি বলেন, ‘তারা আবারও সেসব ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এসব ষড়যন্ত্র রুখতে আমরা রাজপথে সক্রিয় থাকবো। তাদের আগের অপকর্মের জন্য তারা বিচারের মুখোমুখি পর্যন্ত হয়নি। তারা দেশের আইন আদালত কিছুই মানেনা। আমরা জিয়ার মরণোত্তর বিচার চাই এবং তারেক জিয়াকে দেশে ফেরত এনে তার দন্ড বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’
এর আগে উত্তর চট্টগ্রামের ৭ উপজেলা থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন চত্ত্বরে জড়ো হন যুবলীগের নেতা কর্মীরা। এসব মিছিলে নেতৃত্ব দেন যুবলীগ নেতা আলাউদ্দিন, জামসেদুল আলম শিবলু, শওকত আনাম, মাহমুদুল হক, শাহেদ কাদের, আমিন মুন্না, শায়েস্তা খান, শিমুল গুপ্ত, ফরহাদ হোসাইন, সেলিম প্রমুখ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।