তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল!

নিজস্ব সংবাদদাতা,
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের করোনা সনাক্ত হওয়ায় রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ দোয়া মাহফিল করা হয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাদে আছর ধামাইরহাট মোহাম্মদ আলী কেন্দ্রীয় জামে মসজিদে তথ্যমন্ত্রীর রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া কামনায় অংশ নেন, ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন লালানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, উত্তর জেলা ছাত্রলীগের সদস্য ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী শাওয়াল হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা কাজী সাইফুদ্দিন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম নয়ন,ওয়ার্ড যুবলীগ সভাপতি রাহাদুল ইসলাম চৌধুরী,ছাত্রলীগ নেতা ফাহিম শাহরিয়ার,মিনহাজুল ইসলাম চৌধুরী,তসলিমুল ইসলাম রিদয়, মোহাম্মদ রানা,মোহাম্মদ তাফসির,কাজী মিনহাজ, আদনান সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here