ডেঙ্গুর করুন থাবায় প্রাণ হারালো পাঁচ বছরের শিশু নুজরাইন!

সাফায়েত মোরশেদ, নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। গত শুক্রবার চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে পাঁচ বছরের শিশু রাজিয়া আলী নুজরাইন। শিশু নুজারাইন চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকার নওশাদ চৌধুরীর মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে নুজরাইন সবার ছোট। পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৫ ই জুন নুজরাইন এর স্কুলের পরীক্ষা শেষ হয়। এর পরদিন সে জ্বরে আক্রান্ত হয়।

পরবর্তীতে জ্বর না কমায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, সে ডেঙ্গুতে আক্রান্ত। এরপর তাকে নগরীর খুলশীর অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানেই শুক্রবার না ফেরার দেশে চলে যান শিশু নুজরাত।

চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়, ডেঙ্গুর পাশাপাশি তার টাইফয়েড এবং থ্যালাসেমিয়া ছিল, এবং পরবর্তীতে তার প্রস্রাবে ইনফেকশন সহ মাল্টি অর্গান জটিলতা দেখা দিলে অবস্থা ক্রমে অবনতির দিকে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here