টেকনাফ মডেল থানার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ মূলক র্যালী অনুষ্ঠিত
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা মূলক র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে থানা প্রাঙ্গণ হতে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্তর কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা,পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর,পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক ও সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইন । উক্ত অনুষ্ঠানে টেকনাফ মডেল থানার পরিদর্শক(অপারেশন) রাকিবুল ইসলাম খান বলেন বাসায় পাশে পানি জমতে দিবেন না। দিনে ও রাতে ঘুমাতে মশারী ব্যবহার করুন। মশা নিরোধক তেল বা ক্রিম ব্যবহার করুন। ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পড়ুন। আরো বলেন,গুজব ছড়াবেন না।গুজবে কান দিবেন না আইন নিজের হাতে তুলে নিবেন না ।ডেঙ্গু জ্বর বিষয়ে সচেতন হউন বক্তব্যে এসব কথা বলেন ।