টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে হোয়াইক্যংয়ে বিজিবি সদস্যরা বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

১ ডিসেম্বর রবিবার ভোররাত ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি ক্যাম্পের বিশেষ টহল দল ইয়াবা মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং আমতলীর মৃত মাসুদ মিয়ার পুত্র মোঃ জয়নাল (৩৫) এর বাড়িতে তল্লাশী করে মুরগীর ঘরের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৯০ লক্ষ টাকা মূল্যমানের ৩০হাজার ইয়াবাসহ মাসুদের পুত্র মোঃ জয়নাল (৩৫) কে আটক করে।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here