টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবাসায়ীকে আটক করেছে কোস্টগার্ড

টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবাসায়ীকে আটক করেছেন কোস্টগার্ড। সোমবার রাতে টেকনাফের হাবিবপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. কমান্ডার সোহেল রানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটক মাদক কারবারিরা হলেন- টেকনাফের হাবিবপাড়া এলাকার ইমাম হোসেন ও একই এলাকার হারুন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একদল কোস্টগার্ড সদস্য মাদক ইয়াবা আদান-প্রদানের খবরে টেকনাফের সাবরাং বাজার থেকে প্রায় এক কি.মি. দক্ষিণে হাবিবপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় ইমাম হোসেন নামে এক মাদক কারবারি ইয়াবা বিক্রি করতে হাবিরপাড়া মেইন রাস্তায় এলে কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করতে চাইলে অপর সদস্য সাবরাং পেন্ডারপাড়ার সব্বিরসহ তিনজন কোস্টগার্ডের ওপর হামলা চালায়। তবে অল্প সময়ের মধ্যে কোস্টগার্ডের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সব্বিরসহ তিনজন পালিয়ে গেলেও ১০ হাজার ইয়াবাসহ ইমাম হোসেনকে আটক করে।

পরে একই এলাকার হারুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ বাড়ির মালিক হারুনকে আটক করা হয়। উদ্ধার ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মামলা দেয়া হয়েছে বলে জানান কোস্টগার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here