জসিম উদ্দিন, টেকনাফঃ
টেকনাফের হোয়াইক্যংয়ে পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধে ছলিম নামের এক ডাকাত নিহত হয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, ২২ অক্টোবর রাতে পুলিশের অভিযানে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার কাদির হোসেনের পুত্র মোঃ সেলিম প্রকাশ ছলিম ডাকাতকে আটকের পর তার স্বীকারোক্তি মতে ২৩ অক্টোবর ভোর রাত দেড় ঘটিকার সময় কেরুনতলী সঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন এলাকায় লুকিয়ে রাখা অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে উৎপেতে থাকা ডাকাত সেলিমের সহযোগীরা পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলাগুলিতে এসআই আরিফুর রহমান, কনস্টেবল আব্দুস শুক্কুর ও মেহেদী গুরুতর আহত হয় এবং ডাকাত সর্দার সেলিমকে গুলিবিদ্ধ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড খালি খোসা এবং ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদিপ কুমার দাস বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।