জসিম উদ্দিন, টেকনাফঃ
টেকনাফে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনের র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিরাপদ সড়ক চাই-নিসচা টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক নুরুল করিম রাসেলের নেতৃত্বে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে টেকনাফ উপজেলা নিরাপদ সড়ক চাই-নিসচা এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ সড়ক চাই টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল খালেদ সভাপতিত্বে বক্তব্য দেন।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আশেক উল্লাহ ফারুকী, নিরাপদ সড়ক চাই -নিসচা টেকনাফ উপজেলা শাখার সাধারন সম্পাদক ফায়সাল উদ্দিন খোকা,
উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পল্লীবন্ধু পরিষদের যুগ্ন আহবায়ক ফেরদৌস আলম হেলাল মুন্সি, নিরাপদ সড়ক চাই-নিসচা টেকনাফ উপজেলা সাংগঠনিক সম্পাদক ফয়েজ আকবর, সমাজ ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ইলিয়াছ মিন্টু, যুব বিষয়ক সম্পাদক মৌলভী মো: ইউছুপ, সংবাদকর্মী আরাফাত সানি, আহম্মদ শফি, কার্যকরি সদস্য মাষ্টার সামশুল আলম আমিন, মাষ্টার নুরুল আমিন, আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।