টেকনাফে গোলাগুলিতে দুই জন নিহত ইয়াবা,অস্ত্র ও গুলি উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে নাফনদী সীমান্ত এলাকায় মাদক পাচারকারীদের সাথে বিজিবির গোলাগুলিতে ২ ইয়াবা কারবারি নিহত ও বিজিবির ৩ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান ইয়াবা,অস্ত্র ও গুলি।

বিজিবির তথ্য সুত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হ্নীলা নাফনদী জালিয়াপাড়া সীমান্ত এলাকায় বিজিবি টহল দলের সদস্যরা ৪/৫ জন ব্যাক্তিকে একটি হস্ত চালিত নৌকা নিয়ে উপকুলে প্রবেশ করতে দেখে নৌকাটি থামানোর জন্য বিজিবি তাদেরকে সংকেত দিলে পাচারকারীরা বিজিবির সংকেত না মেনে পালানোর চেষ্টা করে।

এরপর বিজিবিও তাদের ধাওয়া করে একপর্যায়ে মাদক পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন শুরু করলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এসময় বিজিবির তিন সদস্য গুরুতর আহত হয়।

কিছুক্ষন পর পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে ঘটনাস্থলে ২জন ব্যাক্তিকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে নেওয়ার পর ডাক্তার তাদের মৃত ঘোষনা করে।

তবে তাদের নাম ঠিকানা এখনো জানাতে পারেনি বিজিবি। তথ্য সুত্রে আরো জানা যায় ঘটনাস্থল তল্লাশী করে ২ কোটি ১০ লক্ষ টাকা মুল্যমানের ৭০ হাজার ইয়াবা,দেশীয় তৈরী ১টি লম্বা বন্দুক,২ রাউন্ড তাজা কার্তুজ, ১টি ধারালো কিরিচ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

সংঘটিত এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সাল হাসান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here