মোঃ আরাফাত সানী, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা সোমবার হ্নীলা ইউপির ক্যাম্প-২৫ আলীখালী ও ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ে পৃথক দু’টি অভিযানে এক রোহিঙ্গা ডাকাত সহ চারজনকে আটক করেছে।
১৮ জানুয়ারী (মঙ্গলবার) গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, আটক ব্যক্তিরা হলেন রোহিঙ্গা সন্ত্রাসী শামসুল আলম (৪০), সন্দিগ্ধ আসামী রোহিঙ্গা ইয়াছিন (২৫), নবি উল্লাহ (২৯), মোঃ সলিম (২৩)।
তারা ক্যাম্পের রোহিঙ্গা মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসাী ও অপহরন পূর্বক মুক্তিপণ আদায়কারী গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে ক্যাম্প এলাকায় জনশ্রুতি রয়েছে।
তিনি আরও জানান, এই পৃথক অভিযানে পৃথক মামলা দায়েরের পর গ্রেফতারকৃত রোহিঙ্গাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।