নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
টাকার বিনিময়ে যুবলীগ ও আওয়ামী লীগ সমর্থিত সদস্যদের কমিটিতে স্থান দেয়ায় ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানিয়েছে বোয়ালখালী যুবদলের কর্মী ও সমর্থকরা।
সূত্রমতে জানা যায়, সম্প্রতি দক্ষিণ জেলা যুবদলের উপজেলা ও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কমিটিতে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে আওয়ামী সমর্থকদের কমিটিতে স্থান দেয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ জেলা যুবদলের অর্থ সম্পাদক আজগরের বিরুদ্ধে।
গত শনিবার এই মিছিল উপজেলার মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় অবৈধ কমিটি অবিলম্বে বাতিল ও অভিযুক্ত আজগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
এসময় এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মীর ইলিয়াস, মহিদুল হক জিকু, শওকত হোসেন জাহেদ, মোঃ গিয়াসু উদ্দীন, শাহাদাত হোসেন জুয়েল, ওসমান, সুমন, সিদ্দিক, আজাদ, আনিস সহ প্রমুখ ব্যক্তিবর্গ