আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার টাইগার পাস মোড় রেলওয়ে মুক্তিযোদ্ধা কলোনী এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন (৩২) আনোয়ারা থানা সদরদীঘির পাড় বুরূমছড়া পলি বাড়ির বাসিন্দা মৃত কালু মিয়ার পুত্র ।মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের জনসংযোগ শাখা থেকে আজ রবিবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার মোজাম্মেলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান।