সোমবার, আগস্ট ১৮, ২০২৫

জামায়াতে ইসলামীর আমিরসহ ১২জন আটক

আপডেট:

চট্টগ্রামের পাঁচলাইশে সুবর্ণ আবাসিকের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ ১২ জনকে নাশকতার গোপন বৈঠক চলাকালে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সংগঠনের গোপন কিছু কাগজপত্র পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত