উত্তর চট্টলার সর্ববৃহৎ জসনে জুলুস অনুষ্ঠিত!

শাহেদ চৌধুরী, চট্টগ্রাম ট্রিবিউন:
উত্তর চট্টলার সর্ববৃহৎ শফিকীয়া দরবার শরীফের ঐতিহাসিক পবিত্র জসনে জুলুস ২০২২ গতকাল ৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জুলুসের ছদারত করেন উওর চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় অবস্থিত শফিকীয়া দরবার শরীফের বড় সাজ্জাদানশীন মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনরী (ম.জি.আ)

উক্ত জুলুশে হাজার হাজার আশেকানে রাসুলগনের উপস্থিত মুখরিত ছিলো
সকল আশেকানদের সুললিত কন্ঠে নবিজি সাঃ এর শানে নাত দরুদ ও সালাম।

শফিকীয়া দরবার শরীফ থেকে শুরু হওয়া এই জুলুস উপজেলার কিছু গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে পূণরায় দরবারে এসে সমাপ্ত হয়। পরে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হয় উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ:)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here