মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আজ ০২ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম জেলা জজ আদালতের সাবেক জুরার ও আনোয়ারা উপজেলা বটতলী শাহ মোহছেন আউলিয়া এয়াকুবিয়া দাখিল মাদরাসার দাতা সদস্য প্রবীণ জমিদার এয়াকুব আলী চৌধুরীর সুযোগ্য পুত্র মরহুম আলহাজ্ব ছালেহ আহমদ চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা বটতলী শাহ মোহছেন আউলিয়া এয়াকুবিয়া দাখিল মাদরাসার হলরুমে মাদরাসা সুপার মাওলানা হাশেমুর রশিদের সভাপতিত্বে শিক্ষক মাওলানা মুসলেম উদ্দীনের সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ছালেহ আহমদ চৌধুরীর সুযোগ্য পুত্র শাহ মোহছেন আউলিয়া এয়াকুবিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটিরর সভাপতি এডভোকেট সালাহউদ্দীন আহমেদ চৌধুরী লিপু,প্রধান বক্তা ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম আনোয়ারুল হক।বক্তারা মরহুম ছালেহ আহমেদ চৌধুরীর বিভিন্ন গুণগৌরব নিয়ে আলোচনা করেন,বক্তারা বলেন মরহুম ছালেহ আহমেদ ছিলেন একজন ন্যায় বিচারক ছিলেন,শুধু বিচারক নন তিনি বিভিন্ন গণমাধ্যমের প্রবীণ লেখক এবং গবেষক ছিলেন,তাই তার জীবন কর্মকে আমরা অন্তরে ধাবিত করব,যা আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে,তিনি এলাকায় অনেক মসজিদ, মাদরাসা,স্কুল সহ বিভিন্ন মানবিক কাজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ২০০৩ সালের ২ ডিসেম্বর মঙ্গলবার ইন্তেকাল করেন।বিশেষ অতিথি ছিলেন,মোঃ জালাল উদ্দীন আহমেদ চৌধুরী মন্জু,মোঃ নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী,অধ্যাপক ইমতিয়াজ উদ্দীন আহমেদ চৌধুরী,বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,আল্লামা ইকবাল একাডেমীর পরিচালক ডি আই এম জাহাংগীর আলম, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহেদুল হক,সাংবাদিক ইমরান এমি,সাংবাদিক ডি,এইচ মনসুর,সাংবাদিক মহিউদ্দীন মনজুর,সাংবাদিক জিন্নাত আয়ুব,আওয়ামীলীগ নেতা মোঃ রফিক আহমেদ খাঁন,রফিকুল ইসলাম তালুকদার,আয়ুব আলী,মোকতারুজ্জামান,হেফাজুর রহমান,যুবলীগ নেতা মোঃ আজগর আলী প্রমুখ।পরিশেষে মাদরাসা সুপার মাওলানা হাশেমুর রশিদের সমাপনী আলোচনায় এবং মাদরাসার শিক্ষক মাওলানা নেছার আহমেদ হাবিবীর নেতৃত্বে ছালেহ আহমদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে স্মরণ সভা সমাপ্ত হয়।