সাফায়েত মোরশেদ, চট্টগ্রাম:
বঙ্গবন্ধু ছাত্র সংসদ ডবলমুরিং থানা শাখার
সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুল ইসলাম জিদনীর উদ্যোগে গতকাল বটতলী রেলস্টেশন এলাকায় শতাধিক পথশিশুর মাঝে বিতরন করা হয় ঈদের নতুন পোশাক। তবে এই অনুষ্ঠানটির প্রধান আকর্ষন ছিল পথশিশুরা নিজেদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী যেকোনো একটি পোশাক গ্রহন করতে পেরেছে।
এই উদ্যোগ সম্পর্কে ছাত্রনেতা জীদনী বলেন, সামাজিক কাজ করতে কখনো সাংগঠনিক পরিচয় প্রয়োজন হয়না। আমরা আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখলেই ধনী গরীবের বৈষম্য ভেঙ্গে সোনার বাংলাদেশ গড়া সম্ভব। আমার আজকের এই উদ্যোগটি ছিল অসহায় এসব শিশুর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি। দান তো অনেকেই করে আমি চেয়েছি তাদের পছন্দমতো পোশাক গ্রহনের মাধ্যমে ঈদ শপিং এর আনন্দ টা যেন তারাও পেতে পারে।
আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ জুবায়েদ হোসেন জিতু,মোহাম্মদ সারোয়ার হোসেন বিজয়, মোহাম্মদ জিসান।