মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলাস্থ জিটুজি প্রকল্প চায়নিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন(সিইআইজেড) উদ্দোক্তা কোম্পানি চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে আনোয়ারা উপজেলা প্রশাসনের সরকারি ত্রাণ তহবিলে ১০টন চাল ডোনেশন প্রদান করেন।
আজ (০৫) এপ্রিল রবিবার দুপুরবেলা আনোয়ারা উপজেলা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ এর নিকট এই ত্রাণ হস্থান্তর করা হয়।
চায়না হারবার ও চায়নিজ ইকোনমিক জোনের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি মি. শো-ডো এবং সহকারী পরিচালক(লিগ্যাল) মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ব্যাবস্হাপক (হিসাব) ইমতিয়াজ নিশান,সহকারী প্রকৌশলী নাজিমউদ্দীন রিফাত,স্থানীয় ঠিকাদার মো জসিম উদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম,বৈরাগ ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।
মি. শো-ডো বলেন- আমরা বাংলাদেশ দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বীগ্ন। শুভেচ্ছার নিদর্শন সরূপ চায়নিজ ইকোনমিক জোনের আশপাশে আনোয়ারবাসীর জন্য সরকারি ত্রাণ তহবিলে সিএসআরের অংশ হিসাবে ডোনেশন দিলাম।
এছাড়াও চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি গত ৫ দিন পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরে ৩০০০ করোনা টেস্ট কিট, ৩০০০ পিপিই, ২০০০০ সার্জিক্যাল মাস্ক প্রদান করেন ।