মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আগে জাইনতাম পুলিশ আইয়িদে আসামী ধইরতো বা হনো মামলা নোটিশ লই আইতো,আর এহন দেহির পুলিশ ঘরত আইসসিদে আরাল্লেই হানার গাট্টি লই,,,এভাবে কথাগুলো জানালেন ত্রাণ পাওয়া এক মহিলা।
এক আনোয়ারা উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা নিম্নআয়ের হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আনোয়ারা থানা পুলিশ।
প্রতি দিনের ন্যায় আজ ১২ এপ্রিল রবিবার আনোয়ারার শোলকাটাস্থ ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে আনোয়ারা থানা পুলিশের খাদ্য সহায়তা প্রদান সহ করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেন।
এভাবে গত ১১ এপ্রিল শনিবার উপজেলার বারখাইন ইউনিয়নের এলাকায় থানা পুলিশের সৌজন্যে করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ।
খাদ্য সামগ্রী বিতরন কালে অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, সারা বিশ্ব করোনা ভাইরাসের কারনে এক মহামারির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমতবস্থায় যারা সক্ষম না এবং শ্রমিক-দিনমজুর তাদের পাশে আমরা থানা পুলিশ আছি।
তিনি আরো বলেন, আমাদের প্রধান কাজ বর্তমান পরিস্থিতিতে সামাজিক দুরত্ব সৃষ্টি করা, বিদেশ থেকে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং জনসমাগম এড়াতে কিছু নিয়ম-শৃংখলা সমাজে বাস্তবায়ন করা।
খাদ্য সহায়তাকালে আরো উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা এ এম দিদারুল ইসলাম, এসআই সামশুজ্জামান, এএসআই রেজাউল করিম মামুন, এমরান হোসেন সহ পুলিশ সদস্য বৃন্দ।
আনোয়ারায় করোনা ভাইরাস সংক্রমন রোধে ঘরে থাকা নিম্ন আয়ের পরিবারের মধ্যে আনোয়ারা থানা পুলিশের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।