চরণদ্বীপ ইউনিয়নে দু’পক্ষের মারামারিতে ৬জন আহত

বোয়ালখালী প্রতিনিধি:
গত ১২ জানুয়ারি হামলার ঘটনার জের ধরে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের হাজি পাড়া ৩নং ওয়ার্ডের দু’পক্ষের মারামারিতে ৬ জন আহত হয়েছে। ২৪ জানুয়ারী শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে ।

আহতরা হলেন মধ্যম চরনদ্বীপ হাজী পাড়ার মওলানা ইছহাক আনছারীর বাড়ীর মৃত অলি আহমদের ছেলে পেয়ার মোহাম্মদ (৬০), তাঁর ছেলে শরিফুল ইসলাম সজিব (২০), দৌলত মিয়ার ছেলে শহিদুল ইসলাম রিমন (২০),মৃত নুরুল আলমের ছেলে নুরুল আজিম(৩৪), মফিজুল ইসলামের স্ত্রী জোহরা বেগম(৩২) ও তাঁর ছেলে মো. মুন্না চৌধুরী (২১)।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত অবস্থায় নুরুল আজিম (৩৪) কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরন করা হয়েছে বলে জানান বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস কান্তি মজুমদার ।

এ ঘটনায় আহত পেয়ার মোহাম্মদ (৬০), শরিফুল ইসলাম সজিব (২০), শহিদুল ইসলাম রিমন (২০) কে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের কর্মী বলে দাবী করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।
তিনি বলেন, উপ-নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট না দেয়ার এ ঘটনা ঘটে।

বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম চেয়ারম্যান বলেন, সজিব এবং রিমন সহ অন্যান্যদের বিভিন্নভাবে পিটিয়েছে দুর্বিত্তরা। আমরা এর ন্যায় বিচার চাই।

আহত জোহরা বেগম জানান শরিফুল ইসলাম সজিব এর বিরুদ্ধে গত ১৫ জানুয়ারী বোয়ালখালী থানায় ইভটিজিং এর অভিযোগ দায়ের করা হয় । এ অভিযোগ তুলে নিতে তারা হুমকি দিয়ে আসছে। অভিযোগ প্রত্যাহার না করায় এ ঘটনা ঘটে।

সজিবের বড় ভাই আবদুল মজিদ জানান গত উপ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় এ হামলার ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী জানান এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন শরিফুল ইসলাম সজিব ।
তবে ইভটিজিং সক্রান্ত কোন অভিযোগের খবর জানেন না বলে জানান তিনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here