চবিতে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত!

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্পোর্টস সিইউ’ এর উদ্যোগে টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার (২৮শে মার্চ) বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১২টি ডিপার্টমেন্ট এর অংশগ্রহণে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। ফাইনালে দর্শন বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগ মোকাবেলা করে। দর্শন বিভাগের দেয়া ৬৭ রানের বিপরীতে ব্যাটিং করতে নেমে সমাজবিজ্ঞান বিভাগও নির্দিষ্ট ওভার শেষে ৬৭ রান করায় ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে সমাজবিজ্ঞান বিভাগের দেয়া ২রানের টার্গেট সহজেই টপকে গিয়ে চূড়ান্ত জয়লাভ করে দর্শন বিভাগ।

স্পোর্টস সিইউ এর সভাপতি আসাদুজ্জামান নুর এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো আবুল মনছুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ আনিসুল আলম এবং একই বিভাগের শিক্ষক মোহাম্মদ শোয়াইব।

এতে আরও উপস্থিত ছিলেন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের খণ্ডকালীন শিক্ষক মোঃ নজরুল ইসলাম। এছাড়াও এতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান।
সহ-সাংগঠনিক সম্পাদক রিহাব, অর্থ সম্পাদক রুবেল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মুন্না, ক্রীড়া সম্পাদক এমদাদুল হকসহ বিভিন্ন পর্যায়ের ক্রিকেটপ্রেমী দর্শক এবং বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবুল মনছুর বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। শারীরিক এবং মানসিক উন্নতির জন্য একজন শিক্ষার্থীর জন্য খেলাধুলা অন্যতম সহায়ক ভূমিকা পালন করে। স্পোর্টস সিইউর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।”

স্পোর্টস সিইউ সংগঠনের সভাপতি আসাদুজ্জামান নূর বলেন, “আমরা সংগঠন এর চেয়ে খেলাধুলার উন্নয়নে বেশি বেশি কাজ করতে চায়। স্কুল ক্যাম্পেইন, সেমিনার আয়োজনের মাধ্যমে সকলকে ক্রীড়া জ্ঞান নিয়ে আরও সচেতন করতে চাই।” সাধারণ সম্পাদক মোঃ তারেকুর রহমান বলেন, “আমরা খেলাধুলায় বিজ্ঞানের যথাযথ ব্যবহার নিয়ে কাজ করতে চাই, এতেই যথাযথ ক্রীড়া উন্নয়ন সম্ভব।”

তাছাড়া সংগঠনের প্রচার সম্পাদক ওয়াহিদুল আলম বলেন, “আমরা বিজ্ঞান ভিত্তিক যে ব্যবহারিক প্রয়োগ আছে সেটা ক্রীড়ার মাধ্যমে সর্বস্তরে ছড়িয়ে দিতে চাই। এর পাশাপাশি তাত্ত্বিক বিশ্লেষণ বা গবেষণাকে বিশেষ গুরুত্ব দিয়ে ক্রীড়াঙ্গনের আরো সমৃদ্ধি করতে চাই। আর বেঁচে থাকার অন্যতম বিষয় হতে পারে খেলাধুলা।”

ম্যাচ শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here