সোমবার, আগস্ট ১৮, ২০২৫

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে এলডিপি’র মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট:

মাঈন উদ্দীন, চন্দনাইশঃ
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসের দিন চন্দনাইশ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনকে সামনে রেখে সোমবার (১১ জানুয়ারি) মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির। তার পক্ষে নির্বাচন অফিসে গিয়ে মনোনয়ন ফরম কিনেন সাবেক মেয়র আইয়ুব কুতুবী।

রিটানিং অফিসার কর্তৃক গত ৪ জানুয়ারি গণ-বিজ্ঞপ্তি প্রকাশের পর গত বৃহস্পতিবার প্রথম মনোনয়ন ফরম বিতরণ শুরু করেন। আগামী ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

বিজ্ঞাপন

১৯ জানুয়ারি বাছাই, ২৬ জানুয়ারি প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণা শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে এতে আমরা এলডিপির একক প্রার্থী হিসেবে আমি চন্দনাইশের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ডক্টর কর্নেল অলি আহম্মেদ বীর বিক্রম সাহেবের ছাতা পতীক নিয়ে নির্বাচন করবেন বলে যানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত