চট্রগ্রাম পতেঙ্গা সি বিচে ৩০০ অবৈধ স্হাপনা উচ্ছেদ

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার সি বিচ এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।পতেঙ্গা সি বিচের আধা কিলোমিটার জায়গায় এই অভিযানে প্রায় ৩০০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম বলেন, ‘পতেঙ্গা সিবিচ এলাকায় গড়ে উঠেছে অনেকগুলো অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনার কারণে সি বিচের সৌন্দর্য নষ্ট হচ্ছে। পর্যটক আকর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আমরা আজ প্রায় ৩০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here