আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বাদীপক্ষ ও আসামি পক্ষের মারামারিতে নাক-মুখ ফাটল বাদীর ভাই দিদারের। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ঘটনায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ আজহার বলেন, পটিয়া থানার বেলখাইন এলাকার মনসুর আলম ও জসিম উদ্দিন দুই গ্রুপের মধ্যে বিরোধপূর্ণ জায়গার গাছ কাটা নিয়ে মারামারির ঘটনায় পটিয়া থানায় একটি মামলা হয়। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। শুনানি শেষে সন্ধ্যার দিকে আদালত ভবন থেকে নিচে নেমে আসছিল উভয়পক্ষ। নিচে নেমে কথাকাটাকাটি হয় দুই গ্রুপের মধ্যে। জসিম উদ্দিনরা এক পর্যায়ে বাদী মনসুর আলমের ভাই দিদারকে মারধর করে জখম করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। মারামারি ঘটনায় জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মারামারির ঘটনায় জসিম ছাড়াও জড়িত রয়েছেন ফিরোজ, হাসান, নাজিম, আবদুল কাসেম ও হাসেম। পুলিশ দেখে তারা পালিয়ে যায় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। দিদারকে মারধর করার পর তার নাক ফেটে রক্ত পড়তে থাকে ঘটনাস্থলে। মুখও ফেটেছে তার। কোর্ট পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, রক্তাক্ত একজনকে চমেকে নিয়ে আসে কোর্ট পুলিশের একটি দল।