মুহাঃ জিপন উদ্দিন, ফটিকছড়ি:
ফটিকছড়িতে ঔষর ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৯ দোকান থেকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা
হয়েছে।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) আনুমানিক বিকাল ৩টা হতে দীর্ঘ ৪ ঘন্টা এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদুল আরেফিন ও উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জানে আলম।
অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল, অনুমোদনহীন কোম্পানির দেশী ও বিদেশি ঔষধ বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে ঔষধ সংরক্ষণ, কিছু নির্দিষ্ট স্যাম্পল নির্ধারিত
তাপমাত্রায় সংরক্ষণ না করা, মূল্য ট্যাম্পারিং, ভেজাল ঔষধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা, ফার্মাসিস্ট না থাকা সহ বিভিন্ন অপরাধে ৯টি ঔষধের ফার্মেসী/দোকান থেকে মোট ৬৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রাজেশ্বরী হোমিও ফার্মেসীর সত্বাধিকারী
উজ্জ্বল দত্ত চট্টপাধ্যায় কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানার এস.আই জালাল ও তার সঙ্গীয় ফোর্স, ড্রাগ সুপার চট্টগ্রাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বিবিরহাট বাজার ব্যবসায়ী সমিতির
সভাপতিসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদুল আরেফিন জানান,ভেজাল ও অন্যায়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।