রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চট্টগ্রাম-৮ আসনে বিপুল ভোটে নৌকার জয়

আপডেট:

এস.এইচ.জুনাঈদী:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, নগরের চান্দগাঁও, পাঁচলাইশ, ও আংশিক বায়োজিদ থানা নিয়ে চট্টগ্রাম- ৮ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। এই আসনে এবারই প্রথম ইভিএমে ভোট নেওয়া হয়েছে। এবার ১৭০টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ১৯৩জন আর মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ২৮৭জন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি, র‍্যাব, পুলিশ, ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দীন আহমদ নৌকা ও বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া অন্যান্য চার প্রার্থী হলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ও ন্যাপের বাপন দাশ গুপ্ত।

বিজ্ঞাপন

সারাদিন ভোট গ্রহণ শেষে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ প্রায় ৭০ হাজার ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হন।

নির্বাচনে নৌকা প্রতীক ৮৭ হাজার ২৪৬টি পেয়েছে এছাড়া ধানের শীষ প্রতীকে ১৭ হাজার ৯৩৫টি, টেলিভিশন পেয়েছে ১১৮৫ ভোট, চেয়ার পেয়েছে ৯৯২, কুঁড়েঘর পেয়েছে ৬৫৬ভোট এবং আপেল পেয়েছে ৫৬৭ ভোট।

বিজ্ঞাপন

সোমবার রাতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত