সোমবার, আগস্ট ১৮, ২০২৫

চট্টগ্রাম সিটি গেইট এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত আহত ব্যক্তি উদ্ধার।

আপডেট:

চট্টগ্রামে রাস্তার পাশ থেকে অজ্ঞাত আহত ব্যক্তি উদ্ধার

আল আমিন চট্টগ্রাম প্রতিনিধিঃ

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার সিটি গেইট এলাকায় অজ্ঞাত (২৫) এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে আকবরশাহ থানা পুলিশ। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (কলেজ) হাসপাতালের নিউরো সার্জারী বিভাগে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে এ অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন গতকাল রাত তিনটার দিকে সিটি গেট এলাকায় এক অজ্ঞাত ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তিনি বলেন, ওই ব্যাক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে অনুমান করা হচ্ছে। আজ সকালে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত