চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৫২টি সোনার বার উদ্ধার

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫২টি সোনার বার (৬ কেজি) উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ রবিবার (১৯জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি-১৪৮) ফ্লাইট থেকে এসব উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী পরিচালক মো. রিয়াদুল ইসলাম প্রতিনিধিকে জানান, সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে (বিজি-১৪৮) তল্লাশি চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় প্যাকেটে মোড়ানো সোনার বারগুলো পাওয়া গেছে। এগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। এ ব্যাপারে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here