চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১২০ কার্টন সিগারেট জব্দ

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মসকাট থেকে আসা যাত্রীর কাছ থেকে ১২০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে সালাম এয়ারলাইন্সে মসকাট থেকে শাহ আমানতে আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সদস্যরা এ অভিযান চালায়।

কাস্টমস সূত্র জানায়, হাটহাজারীর মোহাম্মদ সাইফুল্লাহ সালাম এয়ারের ওভি ৪০৭ ফ্লাইটে শুক্রবার ২টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন। তার ব্যাগেজ তল্লাশি করে সিগারেটগুলো পাওয়া যায়।
পরে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেন বিমানবন্দরের কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here