চট্টগ্রাম লাভলেইনে এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার ১

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেইন এলাকায় অভিযান চালিয়ে ১,১০০ পিস ইয়াবাসহ মোঃ আবু তাহের (৪৫) নামের ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

জানা যায়, বুধবার ১১ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক অংসা থোয়াই মারমা এর নেতৃত্বে এসআই ইমাম হোসেন, এসআই মোঃ রবিউল হক, এএসআই হুমায়ুন কবির, এএসআই জুয়েল কান্তি চৌধুরী, এএসআই মোঃ শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লাভলেইন এলাকায় অভিযান চালায়। এসময় ১,১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আবু তাহের (৪৫) এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here