চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর
চট্টগ্রাম নগরের কোতোয়ালির রিয়াজউদ্দিন বাজার থেকে প্রদীপ ধর (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। প্রদীপ কক্সবাজারের রামুর বনিকপাড়ার নীলকান্ত ধরের ছেলে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে রিয়াজউদ্দিন বাজারের কর্ণফুলী টাওয়ারের ২য় তলায় জামান হোটেল তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে প্রদীপ ধরকে আটক করা হয়।
এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আসামি প্রদীপ জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে কমমূল্যে ইয়াবা সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদকব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে অধিকমূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা।

পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here