সোমবার, আগস্ট ১৮, ২০২৫

চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. শামীম হাসান

আপডেট:

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. শামীম হাসান। গতকাল ৫ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।
ডা. শামীম হাসান চমেক ও হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

তাঁকে অধ্যক্ষ নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের আদেশের তথ্য অবগত হয়েছেন বলে জানিয়েছেন চমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ।
এদিকে, চমেকের বর্তমান অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল জারিকৃত মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে তাঁকে ওই পদে (ফার্মাকোলজির অধ্যাপক) বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত